সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সে ভর্তির জন্য প্রত্যয়নপত্র লিখার নিয়ম | c category pharmacy course

0
6



সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সে ভর্তির জন্য প্রত্যয়নপত্র লিখার সঠিক নিয়ম | c category pharmacy course 2023. সি-ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তির জন্য মালিক কর্তৃক প্রত্যয়নপত্র লিখার নিয়ম। সি-ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্স এ ভর্তির জন্য কিভাবে মালিক কর্তৃক প্রত্যয়নপত্র লিখতে হয়।সি-ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্স এ ভর্তির জন্য যেভাবে মালিক কর্তৃক প্রত্যয়নপত্র লিখতে হয়। বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের অধিনে সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্স এ ভর্তির ক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় প্রত্যয়নপত্রের বিষয় টি নিয়ে। পত্রয়নপত্র কে দিবে, কিভাবে লিখতে হয় ইত্যাদি নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়।কাজেই আজকে আমরা শিখবো কিভাবে প্রত্যয়নপত্র লিখতে হয়। প্রত্যয়নপত্র লিখার ক্ষেত্রে কোন ভূল করা যাবেনা। খুব সতর্কতার সাথে প্রত্যয়নপত্র লিখতে হবে। প্রত্যয়নপত্র লিখার ক্ষেত্রে যদি কোন ভূল করেন, তাহলে আপনার ভর্তি বাতিল হয়ে যাবে এবং যে টাকা পেমেন্ট করেছেন তা ও আর ফেরত পাবেন না।আপনার ভূলের জন্য বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কোন লাইবেলিটি নিবে না। কাজেই প্রত্যয়নপত্র লিখতে গিয়ে যেন আর কারো ভূল না হয়, সে জন্যই আজকের এই ভিডিও টিউটুরিয়াল। তাহলে চলুন দেখে নেই কিভাবে প্রত্যয়নপত্র লিখতে হয়।

source