গ্রামের সম্ভাবনাময় ৫ টি ফ্যাক্টরি ব্যবসা // Village Factory Business Idea // Village Factory Idea

0
5



আমরা সাধারণত ফ্যাক্টরি মানেই শহরকে কল্পনা করি। কিন্তু বাস্তবে শহরে ভাড়া বেশি, জিনিস পত্রের দাম বেশি, শ্রমিক খরচ বেশি, পরিবেশ দূষণ বেশি ইত্যাদি —যার কারণে ছোট উদ্যোক্তাদের জন্য শহরে ফ্যাক্টরি গড়ে তোলা অনেক কঠিন হয়ে পড়ে।
অথচ গ্রামের দিকে তাকালে দেখা যায়, এখানে জমি অনেক সস্তা, কাঁচামাল সহজে পাওয়া যায়, শ্রমিক মেলে স্বল্প খরচে, আর প্রাকৃতিক পরিবেশ থাকে অনেক ভালো। সবচেয়ে বড় সুবিধা হলো—গ্রামে ফ্যাক্টরি হলে স্থানীয় মানুষ কর্মসংস্থানের সুযোগ পায়, কৃষিপণ্য ও প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানো যায়, এবং শহরে সরবরাহ করেও বিশাল বাজার তৈরি করা সম্ভব হয়। তাই বলা যায়, আজকের দিনে শহরের ভিড় এড়িয়ে গ্রামের বুকে ফ্যাক্টরি শুরু করাই হতে পারে এক অসাধারণ ব্যবসায়িক কৌশল। এই ভিডিওতে আমরা দেখব গ্রামের জন্য সম্ভাবনাময় পাঁচটি ফ্যাক্টরি ব্যবসার আইডিয়া, যেগুলো দিয়ে আপনি শুধু ব্যবসা প্রতিস্থিতই করতে করবেন না,বরং সমাজে অর্থনৈতিক পরিবর্তনও আনতে পারবেন।

ভিডিওর উপাদানঃ
প্রারম্ভিক আলোচনা
১.আইসক্রিম তৈরির ফ্যাক্টরি
২.হলুদ ও মসলা প্রসেসিং ফ্যাক্টরি
৩.অর্গানিক সরিষার তেলের ফ্যাক্টরি
৪.ফার্নিচার ডিজাইন ফ্যাক্টরি
৫.মিষ্টি তৈরির ফ্যাক্টরি
সমাপনি বক্তব্য

বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা ব্যবসায়ের আইডিয়া এবং বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করে থাকি,ব্যবসা সংক্রান্ত আপনার যদি কোন মতামত,পরামর্শ বা
কিছু জানার থাকে তবে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান,অবশ্যই আমরা সে বিষয়ে ভিডিও তৈরি করব।

এবং আপনার কোন ব্যবসা থাকলে সেই ব্যবসা নিয়ে আমাদের চ্যানেলে প্রোগ্রাম করতে চাইলে
Describe box এ দেয়া নাম্বারে যোগাযোগ করুন।
————————————————–
আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : ০১৩২২-৮১৯৫৩২
For advertisement of your business or organization contact : 01322-819532
G-Mail: bdbusinesscreator@gmail.com
————————————————–

source